প্রতিষ্ঠানের নাম নামঃ গারট্ট দাখিল মাদরাসা
শ্রেণীঃ এবতেদায়ী ও দাখিল সহ প্রথম শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলমান আছে।
প্রতিষ্ঠানটির ইআইএন নম্বর ১১৪১৭৩ এবং এমপিও নম্বর ৪২০৪০৫২১০৬।
শিফটঃ ০১ টি (সকাল ০৮: ০০ ঘটিকা থেকে দুপুর ০২:০০ ঘটিকা পর্যন্ত)।
মাদরাসা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ টাঙ্গাইল শহর থেকে ২৩ কিমিঃ উত্তর পূর্বে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের কদমতলী থেকে পূর্ব দিকে পিচ ঢালা রাস্তা দিয়া মাত্র ৫/৭ মিনিট হেটে গেলেই অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে গারট্ট দাখিল মাদরাসা অবস্থিত। গারট্ট গ্রামে, কদমতলী-মাইধারচালা রস্তার পাশেই নৈসর্গিক সৌন্দর্যের এক শান্ত নিবিড় পরিবেশে দুটি এক তলা ভবন বিশিষ্ট মাদরাসা টি মাথা উঁচু করে দাড়িয়ে আছে। মাদরাসা টির পশ্চিম পার্শে রয়েছে গারট্ট দারুচ্ছুন্নাহ ইয়াতিমখানা। পূর্ব পার্শে রয়েছে গারট্ট কবরস্থান। এছাড়াও মাদরাসার সীমানা প্রাচীরের ভিতরেই রয়েছে ছাত্র ছাত্রীদের সহপাঠ্যক্রমিক কার্যাবলী অনুশিলনের জন্য এক সুবিশাল মাঠ। সর্বোপরি মাদ্রাসাটি একটি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত।
১৯৭৩ সালে মরহুম আলহাজ্ব ডাক্তার ইয়াছিন আলী মাদরসা টি প্রতিষ্ঠা করেন। পর্যায়ক্রমে স্থানীয় জন হৈতিষী ব্যাক্তিবর্গ, নিস্বার্থ শিক্ষক কর্মচারী তথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদার মনোভাব ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে মাদরাসা টি আজকের অবস্থানে পৌছেছে।
অবশেষে ১৯৮৭ সালে অত্র প্রতিষ্ঠান টি এম.পি.ও ভূক্ত হয় এবং ০০০০ সাল হতে ছাত্র-ছাত্রীরা দাখিল পরিক্ষায় অংশগ্রহন করে আশানুরুপ ফল লাভ করতে সক্ষম হয়। এভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আন্তরিকতার কারনে মাদরাসাটির উন্নয়ন কর্মকাণ্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে।