তালিমুল কুরআন নূরানী
এ বিভাগে নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের অধীনে শিশু শ্রেণী থেকে ১ম, ২য় ও ৩য় শ্রেণী পর্যন্ত দক্ষ-ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা সহীহ-শুদ্ধভাবে কুরআন শরীফ তেলাওয়াত, আমপারা ও অর্থসহ হাদীস মুখস্ত করানো হয়। পাশাপাশি অত্যাবশ্যকীয় মাসআলা-মাসাইলসহ প্রাথমিক বাংলা, গণিত, ইংরেজী ইত্যাদিও যত্নের সাথে শেখানো হয়।
ইবতেদায়ী
এ বিভাগে ইবতেদায়ী ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত দক্ষ-প্রশিক্ষণ প্রাপ্ত ও দাখিল (মাধ্যমিক শাখার) শিক্ষকমণ্ডলী দ্বারা সহীহ-শুদ্ধভাবে কুরআন, হাদিস সহ সাধারণ প্রাথমিক শিক্ষা বাংলা, গণিত, ইংরেজী ও অন্যান্য বিষয় যত্নের সাথে পড়ানো হয়।
দাখিল
দাখিল ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত নতুন কারিকুলাম অনুযায়ী প্রশিক্ষণ প্রাপ্ত বিষয় ভিত্তিক শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান করা হয়। জটিল বিষয় সমূহ ডিজিটাল কনটেন্ট তৈরি করে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে শতভাগ উপবৃত্তির ব্যবস্থা।
ভর্তির আবেদন
ভর্তির জন্য যা যা প্রয়োজন
মাদ্রাসা চলাকালিন সময় অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে। ভর্তি ফরম সংগ্রহের সময় সকাল ১০:০০ টা থেকে দুপুর ২:০০ টা। প্রয়োজনে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করুন (অফিস চলাকালিন সময়ে)।
ইবতেদায়ী ও দাখিল
০১৭৪৭৮৮৯০৪৫
নূরানী বিভাগ
সহ সুপার
01724-570338
০১.
অফিস থেকে আবেদন পত্র সংগ্রহ
০২.
ডিজিটাল নিবন্ধন এর ফটোকপি
০৩.
পাসপোর্ট সাইজ ছবি ২ কপি
০৪.
অভিভাবকের ভোটার আইডি কার্ড এর ফটোকপি
মাদরাসার শিক্ষা পদ্ধতি ও বৈশিষ্ট্য।
অভিজ্ঞ, দায়িত্বশীল ও নিষ্ঠাবান শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান।
যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় রেখে পাঠদান।
জটিল ও কঠিন বিষয় ডিজিটাল কনটেন্ট তৈরি করে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন ।
সরাসরি ও মোবাইলের মাধ্যমে শিক্ষার্থীদেরকে তদারকি করা এবং অভিভাবকদের সাথে যোগাযোগ স্থাপন।
কুরআন, আরবী, ইংরেজি ও গণিত বিষয়ের উপর অধিক গুরুত্ব দেয়া হয়।
ছাত্রীদের জন্য আলাদা কমন রুমের সু-ব্যবস্থা।
এ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে উপবৃত্তির ব্যবস্থা।
এতিম ছাত্রদের জন্য বিনা বেতনে অধ্যয়ন ও থাকা খাওয়ার ব্যবস্থা ।
ছাত্রদের জন্য আবাসিকের সু-ব্যবস্থা।
সহ-সহপাঠ্যক্রমিক কার্যাবলি
অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর তত্ত্বাবধানে সারা বছর ব্যাপী সহ পাঠক্রমিক কার্যাবলি নিয়মিত পরিচালিত হয়।
সফলতার স্বীকৃীতি
সফলতার স্বীকৃীতি স্বরুপ জেলা প্রশাসক মহোদয় কর্তৃক অভিনন্দন বার্তা।
অভিভাবক সমাবেশ
নিয়মিত অভিভাক সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি, নতুন কারিকুলাম ও মূল্যায়ণ সম্পর্কে অবহিত করা হয়।
শিক্ষার্থী সংখ্যা
%