অত্র মাদরাসাটি একটি অনন্য দ্বীনি প্রতিষ্ঠান। আল্লাহর রহমতে এলাকার দ্বীনদরুদী, ইসলাম প্রিয় হিতৈষী ব্যাক্তি গনের সাবিক প্রচেষ্ঠায়, মরহুম আলহাজ্ব ডা: ইয়াছিন আলী সাহেব ১৯৭৩ ইং সনে অত্র মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটিতে রয়েছে এলাকার ইসলাম প্রিয় সত্যনিষ্ঠ সামাজিক দায়ীত্ববোধ সম্পন্ন ব্যক্তি। এ মাদরাসার শিক্ষকগন শিক্ষাদানের ব্যাপারে অত্যন্ত যত্নশীল এবং আন্তরিক। মাদরাসার পরিবেশ সন্দর এবং মনোরম। মাদরাসাটির সামগ্রীক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি।
ডাঃ মোঃ সুলতান মাহমুদ
সভাপতি
ম্যানেজিং কমিটি গারট্ট দাখিল মাদরাসা।
ডাকঘর-কদমতলী, উপজেলা-ঘাটাইল,
জেলা-টাঙ্গাইল।