বর্তমান সফলতা
গারট্ট দাখিল মাদরাসা ১৯৭৩ সালে প্রতিষ্ঠা কররেন, মরুহুম আলহাজ্ব ডাক্তার ইয়াসিন আলী। প্রতিষ্ঠানটির ইআইএন নম্বর ১১৪১৭৩ এবং এমপিও নম্বর ৪২০৪০৫২১০৬। প্রতিষ্ঠানটিতে বিজ্ঞান ও মানবিক শাখায় পাঠদান চলমান আছে। এছাড়াও এর অধীন একটি এতিম খানা রয়েছে। গারট্ট দাখিল মাদরাসা টি ঘাটাইল থানা সদর হতে আট কিলোমিটার দক্ষিণে কদমতলি থেকে ৫০০/৬০০ গজ পূর্ব দিকে অবস্থিত।